কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার মুখপাত্র মাহবুবা ইলা খাদিজা নামের এক সমন্বয়ক ও চরপাথরঘাটার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার সওদাগরের নেতৃত্বে চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণকৃত দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন ব্রিজঘাট এলাকার আনোয়ার সিটির সামনে সিডিএ নির্মাণকৃত ১২-১৫ ফুট দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেন তারা। সরেজমিনে গিয়ে মেলে অভিযোগের সত্যতাও।
সেখানে দেখা যায়; পুরাতন ব্রিজঘাট এলাকার আনোয়ার সিটির সামনের অংশের প্রায় ১২-১৫ ফুটের মতো দেয়াল ও কাঁটাতারের ঘেরাও ভেঙ্গে বিশাল একটি জায়গা খালি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬ টার দিকে হঠাৎ করে ২০-৩০ জন লোক বড় হাঁতুড়ি ও শাবল দিয়ে সিডিএ’র দেয়াল ভাঙতে শুরু করে। সেখানে উপস্থিত থেকে সমন্বয়ক পরিচয়ধারী একটি মেয়ে শ্রমিকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় তার সাথে ছিলেন আনোয়ার সওদাগর নামের এক আওয়ামী লীগ নেতা। অল্প কিছুক্ষণের মধ্যেই বেশ বড়োসড় দেয়ালটির একটি অংশ ভেঙে দিয়ে যে যার মতো করে চলে যায়।
ঘটনাস্থলে থাকা সিডিএ’র নিরাপত্তাকর্মী মো. রাশেদ পূর্বদেশ জানান, সিডিএ’র নির্মাণকৃত দেয়াল ভাঙার সময় বাধা দিলে সেখানে উপস্থিত থাকা সমন্বয়ক পরিচয়ধারী এক মেয়ে আমার সাথে তর্কে জড়ায় এবং আমাকে বলে সে এই জায়গাটি সিডিএ থেকে লিজ নিয়ে তারপর ভাঙতেছে। তার পর আমি আমার অফিসের স্যারদেরকে বিষয়টি জানিয়েছি।
এবিষয়ে জানতে স্থাপনা ভাঙার নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার মুখপাত্র মাহবুবা ইলা খাদিজাকে ফোন করা হয়। ফোন রিসিভ করে প্রতিবেদকের পরিচয় পেয়ে কোনো মন্তব্য না করে কল কেটে দেন। পরে অভিযোগের বিষয়ে জানতে তাকে একাধিকবার ফোন দিলেও তিনি কল কেটে দেন বারংবার।
স্থাপনা ভাঙার নেতৃত্ব দেয়া চরপাথরঘাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার সওদাগর পূর্বদেশকে জানান, আমরা এই দেয়াল ভাঙার বিষয়ে সিডিএ’র হাসান সাহেবের কাছ থেকে অনুমতি নিয়েছি। তারা আমাদের এই জায়গার দেয়াল ভাঙার জন্য অনুমতি দিয়েছেন। অনুমতি নিয়েই আমরা কাজ করছি।
অনুমতির বিষয়টি অস্বীকার করে সিডিএ’র প্রধান নির্বাহী প্রকৌশলী কাজী হাসান বিন শামস পূর্বদেশকে জানান, সিডিএ’র উচ্ছেদকৃত জায়গায় আমরা কাউকে কোনো স্থাপনা ভাঙতেও দিব না গড়তেও দিব না। ব্রিজঘাট এলাকায় সিডিএ’র দেয়াল ভাঙার বিষয়ে আমরা কিছুই জানি না। সিডিএ এবিষয়ে কাউকে অনুমতি দেয় নাই। যদি কেউ দেয়াল ভেঙে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম জানান, দেয়াল ভাঙতে কাউকে অনুমতি দেয়া হয়নি। যারা এই ধরনের কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে।