কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসাম্মৎ জেবুন্নেসা। সঞ্চালনায় ছিলেন- মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলী আকবর। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফা আক্তার, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. তাসিন মোস্তফা ও ব্র্যাকের সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম। এছাড়া স্থানীয় স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, আমরা প্রতিনিয়ত জীবাণুযুক্ত খাবার ও পানি গ্রহণ করছি, যা আমাদের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি। অনেক রেস্টুরেন্টে নদী বা দিঘির পানি ব্যবহার করা হয়, যা জীবাণুতে ভরা । এসব পানির উৎস সম্পর্কে তদন্ত প্রয়োজন।
তারা আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের ভরসার স্থান। সেখানে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে হবে, কারণ এটি স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসাম্মৎ জেবুন্নেসা বলেন, সম্প্রতি স্বাস্থ্য সহকারী আহমেদের নেতৃত্বে ১০ জন স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মী পাথরঘাটা ইউনিয়নের তোতার বাপের হাটখোলা বাজার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছিল । এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা করা করা হয়েছিল।
তিনি আরও বলেন, শুধু অবহিতকরণই নয়, আমাদের হতে হবে সচেতন। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা সম্ভব। আমরা চাই, স্থানীয়ভাবে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হোক-তাহলে স্বাস্থ্য কমপ্লেক্সের টিম সেখানে উপস্থিত থেকে সহযোগিতা করবে।











