কর্ণফুলীতে ছাত্রলীগ নেতা ও ২ মাদক কারবারি গ্রেপ্তার

1

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে দক্ষিণ জেলা ছাত্রলীগের এক সদস্য ও ইয়াবা, গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার ও গতকাল রবিবার কর্ণফুলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ জুন বিকেল সাড়ে ৪ টার দিকে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের খুইদ্দ্যারটেক এলাকায় রামিসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনের সড়ক থেকে ইদ্রিস (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইদ্রিস কর্ণফুলীর ১নং ওয়ার্ডের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একইদিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর মেডিকেল রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরেক মাদক ব্যবসায়ী পেয়ার আহমদকে (৫১)। তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে গতকাল রবিবার দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য তাসকিন সাকিবকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ। তাসকিন সাকিব কর্ণফুলীর চরলক্ষ্যা ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, মাদক এবং সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষা করাই আমাদের অগ্রাধিকার। মাদক ব্যবসা এবং সন্ত্রাসের সঙ্গে যারা যুক্ত থাকবে, তাদের কাউকেই আমরা ছাড় দেব না। থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।