কর্ণফুলীতে ওয়ার্ড আ.লীগের নেতা গ্রেপ্তার

1

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে শিকলবাহা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।
আটককৃত মো: সেলিম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউপির ৫নং ওয়ার্ড ক্রসিং এলাকার হাজী আব্দুল মজিদ সওদাগরের বাড়ির মৃত শেখ আহমেদ এর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিকলবাহা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ২নং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরিফ বিষয়টি নিশ্চিত করে জানান তাকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।