কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে এইচ এম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের উদ্যোগে ফ্রি মেডিকেল সেবার উদ্বোধন করা হয়েছে। ২৮ মে উপজেলার চরলক্ষ্যা ৯নং ওয়ার্ডে জনসাধারণকে চিকিৎসা সেবা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সপ্তাহে ২ বার করে কর্ণফুলীর সাধারণ মানুষ এ সেবা পাবে বলে জানায় প্রতিষ্ঠানটি। কর্ণফুলী উপজেলার ছাত্র প্রতিনিধি মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মনির আবছার চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিক, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনির উদ্দিন, এইচ এম স্টিল এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দোহা, ডাঃ শাহদাত, মোঃ ইলিয়াছ, ইয়ুথ পিপলস অব বাংলাদেশ’ র প্রতিনিধি সিদরাতুল মুনতাহা, মো. সৈকত, মো. জাহেদ প্রমুখ। ছাত্রপ্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম বলেন, এইচএম স্টিল কর্তৃপক্ষ যে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও ফ্রি মেডিকেল সেবা চালু করেছে, তা প্রান্তিক জনগণের জন্য সত্যিকার অর্থেই আর্শীবাদ স্বরূপ। আমরা আশা করছি, কর্ণফুলী উপজেলার অন্যান্য মিলখারকানাগুলোও এ রকম সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত হয়ে জনসেবায় এগিয়ে আসবে। এইচএম স্টিলের পরিচালক মোঃ ফারুখ আজম বলেন, এ সেবার মাধ্যমে প্রতিমাসে প্রায় ১০০ রোগী চিকিৎসা সেবা পাবে।