কর্ণফুলীতে আকাশ ওরশ বিরিয়ানির মালিক গ্রেপ্তার

1

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলী উপজেলার ভাইরাল আকাশ ওরশ বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী (মালিক) এনাম হোসেন আকাশকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। আকাশ কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউপির মাঝির বাড়ি এালাকার মো. কামাল উদ্দিনের ছোট ছেলে। তিনি কর্ণফুলীর ভাইরাল আকাশ ওরশ বিরিয়ানির হাউসের স্বত্বাধিকারী।
জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আকাশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে এবং ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। চান্দগাঁও থানার একটি মামলার আসামি তিনি।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরিফ জানান, কর্ণফুলী থানা এলাকায় অভিযানে চালিয়ে আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দীন বলেন, নিয়মিত অভিযানে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।