কর্ণফুলীতে অস্ত্র ও চোলাই মদসহ পিতা-পুত্র আটক

1

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় দেশিয় অস্ত্র ও চোলাই মদসহ পিতা-পুত্রকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল শনিবার রাতে শিকলবাহার ৫ নম্বর ওয়ার্ডস্থ রাজার বাপের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় ১৮ ব্যারেল চোলাই মদ, শর্টগানের দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় আটককৃরা হলেন মাসুদ খান প্রকাশ পিচ্চি মাসুদ (২৪) এবং তার পিতা নুরুল হোসেন (৬৯)। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানাসহ জেলার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, দক্ষিণ শিকলবাহায় যৌথবাহিনীর অভিযানে দু’জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল মদ ও অস্ত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দায়েরকৃত মামলায় পিতা-পুত্রকে গ্রেপ্তার দেখানো হয়েছ।