করোনা সুরক্ষায় শঙ্কর মঠের প্রার্থনা কাল

41

করোনা ভাইরাস থেকে দেশ ও জাতির সুরক্ষায় আর্ন্তজাতিক গীতা প্রচার সীতাকুÐ কেন্দ্র শঙ্কর মঠ ও মিশনের উদ্যোগে আগামীকাল ১৫ মার্চ সন্ধ্যা ৬টায় সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ঐদিন শঙ্কর মঠের চট্টগ্রাম মহানগর শাখাসহ দেশ-বিদেশে সকল শাখায়ও একযোগে প্রার্থনা করা হবে। প্রার্থনা পরিচালনা করবেন মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। বিজ্ঞপ্তি
জাফতনগরে গ্রাম আদালত আউটরীচ প্রোগ্রাম সম্পন্ন

গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের প্রচার-প্রসারের লক্ষ্যে ফটিকছড়ির ১৭নং জাফতনগর ইউনিয়নের জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত প্রকল্পের ‘আউটরীচ প্রোগ্রাম’ পরিচালনা করেন ১৭নং জাফতনগর ইউনিয়নের গ্রাম আদালত সহকারী মো. তাজুল ইসলাম। গত ১২ মার্চ অনুষ্ঠিত এ প্রোগ্রামে গ্রাম আদালতের ফিস, এখতিয়ার সুবিধা, মামলায় সদস্য মনোনয়ন প্রক্রিয়া, মামলা নিষ্পত্তি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী খাস্তগীর, মিসেস রেবা চৌধুরী, মিসেস রীণা শর্মা, দিদারুল আলম, বিকাশ কান্তি রায়। বিজ্ঞপ্তি