বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী ভাইরাস করোনা বা কোভিড-১৯ এর বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মমতার সকল স্তরের কর্মকর্তা-কর্মীদের অংশগ্রহণে ১৪ মার্চ মমতার হালিশহরস্থ প্রধান কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক এ কর্মশালায় করোনা ভাইরাস কি, এটি কিভাবে ছড়ায় এবং প্রতিরোধের উপায়সহ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়। কর্মশালায় সেশন পরিচালনা করেন মমতা’র পরিচালক তৌহিদ আহমেদ।
কর্মশালার সমাপনীতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন মমতা’র প্রধান নির্বাহী রফিক আহমদ, উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। এসময় উপস্থিত ছিলেন মমতার সকল পরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় করোনা ভাইরাসের বিষয়ে একটি বৈশ্বিক পরিসংখ্যান উপস্থাপন করে এই ভাইরাস প্রতিরোধে সম্যক ধারণা দেওয়া হয়। কর্মশালায় বক্তারা বলেন, এই ভাইরাসের বিষয়ে আতঙ্কিত না হয়ে উপযুক্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সচেতনতাই করোনা ভাইরাসসহ অন্যান্য রোগ হতে মুক্ত থাকার আসল পাথেয়। এছাড়াও এ সংক্রান্ত বিষয়ে সরকারের যুগান্তকারী পদক্ষেপের কারণে বাংলাদেশে এটি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন বক্তারা। বিজ্ঞপ্তি