করোনা আক্রান্ত দেশ থেকে ফেরা রাঙামাটির একজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা। শনিবার বিকালে হাম রুবেলা ক্যাম্পেইন বিষয়ে অবহিতকণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন সিভিল সার্জন।
এ সময় তিনি বলেন, যাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তার বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা নিয়মিত যোগাযোগ রাখছেন। গত ১১ মার্চ তিনি করোনা আক্রান্ত একটি দেশ থেকে রাঙামাটিতে ফিরেন এ তথ্য পেয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তিনি সুস্থ অবস্থায় দেশে ফিরেছেন। এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। বাকী যারা বিদেশ থেকে ফিরবে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন সিভিল সার্জন। এ সময় সিভিল সার্জন বলেন, করোনা মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার(এম ও) ডা. মোস্তফা কামাল, কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুইমেপ্রু মারমা।