করোনা ভাইরাস মোকাবেলায় রাউজানে জরুরি সভা

195

রাউজান প্রতিনিধি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সাথে এক জরুরি সভা করেছে রাউজান উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোনায়েদ কবির সোহাগ। এসময় টেলিকনফারেন্সে বক্তব্যর রাখেন সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী । এতে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নুর আলম দীন, সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, লায়ন সাহাবুদ্দিন আরিফ, প্রিয়তোষ চৌধুরী, সুকুমার বড়ুুয়া, তসলিম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, সরোয়ার আজাদ মেম্বার।