করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে বায়েজিদ ওয়াজেদিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল ১৫ মার্চ

158

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহ পাকের রহমত কামনায় শাহ আমানত হজ্ব কাফেলা ও আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ) ফাউন্ডেশনের আয়োজনে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও মুনাজাত আগামী ১৫ মার্চ রবিবার বাদে মাগরিব বায়েজিদ ওয়াজেদিয়াস্থ এস এন বাদশা কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এতে দ্বীনদার জনতাকে অংশগ্রহণ করতে কাফেলা ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি