করোনা ভাইরাসের মাঝেও থেমে নেই বেলারুশ লিগ

40

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবল। টানা ১৮ দিন মাঠে নেই লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো-নেইমার-মোহামেদ সালাহ-রবার্ট লেভানডভস্কিরা। এমনকি বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোভিড-১৯ সংক্রমণ এড়াতে সাময়িক বন্ধ রাখা হয়েছে ফুটবল। তবে এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। ইতালি-স্পেন-ফ্রান্সের মতো উন্নত দেশে যখন করোনার কারণে দিনের পর দিন ভারী হচ্ছে মৃত্যুর মিছিল তখন স্টেডিয়াম ভর্তি দর্শকে বেশ দাপটের সঙ্গে চলছে বেলারুশিয়ান প্রিমিয়ার লিগ।
ইউরোপের একমাত্র দেশ হিসেবে শীর্ষ ফুটবল লিগ স্থগিত করেনি রাশিয়ার প্রতিবেশিরা। শনিবার (২৮ মার্চ) বেলারুশ প্রিমিয়ার লিগে ছিল ছয়টি ম্যাচ। তবে ইউরোপের অন্যান্য দেশের রাষ্ট্র নায়করা সীমান্ত বন্ধের পাশাপাশি জনগণকে হোম কোয়ারেন্টাইনে পাঠালেও করোনা ভাইরাস নিয়ে মোটেও চিন্তিত নন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। নিজ দেশের জনগণকে তিনি পরামর্শ দিয়েছেন করোনার বিরুদ্ধে লড়াই করতে ভোদকা পান করার। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দেশটির ৯.৫ মিলিয়ন অর্থাৎ ৯৫ লাখ জনগণের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত পাওয়া গেছে ১০০ জনের মধ্যে। অবশ্য এখনও কেউ মৃত্যুবরণ করেনি।