করোনা থেকে রক্ষা অসি পেসারের

20

হঠাৎ গলা ব্যথা। সতর্কতার জন্যই কেন রিচার্ডসনকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। কোভিড-১৯ ভাইরাস পরীক্ষাও করা হয় তার। স্বস্তির খবর হলো, পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি, ফল এসেছে ‘নেগেটিভ’। করোনা মুক্ত জানার পর হোটেল কোয়ারেন্টাইন থেকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দিয়েছেন রিচার্ডসন। তবে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে রাখা হয়নি ২৯ বছর বয়সী এই পেসারকে।
করোনা আতঙ্কে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দিবারাত্রির প্রথম ওয়ানডেটি দর্শকশূন্য গ্যালারিতে রুদ্ধদ্বার অবস্থায় হচ্ছে। খেলার প্রাণই দর্শকরা, উপায়ন্তর না থাকায় কোনোমতে ম্যাচ শেষ করা আর কি! বৃহস্পতিবার হালকা গলা ব্যথা দেখা দেয় রিচার্ডসনের। অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিমের কাছে তিনি সেটা জানানোর সঙ্গে সঙ্গেই এই পেসারকে পাঠিয়ে দেওয়া হয় কোভিড-১৯ ভাইরাস পরীক্ষার জন্য। পরীক্ষায় স্বস্তির ফল এসেছে রিচার্ডসনের জন্য।