করোনা : জার্মান ফুটবল দলের ২৩ কোটি টাকা দান

104

করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য ২৫ লাখ ইউরো দান করেছে জার্মান জাতীয় ফুটবল দল। বাংলাদেশি মূল্যমানে যা ২৩ কোটি টাকার কিছু বেশি। আনুষ্ঠানিক এক বিবৃতিতে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘বিশ্ব ফুটবল স্থবির হয়ে পড়েছে। মানুষের স্বাস্থ্য আর এ ভাইরাস প্রতিরোধ করাই এখন সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। আমরা বুঝতে পারছি, অনেকের পক্ষেই সব থামিয়ে ঘরে বসে থাকা সম্ভব না এবং জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে।’ ফুটবল অ্যাসোসিয়েশনের মহাব্যবস্থাপক অলিভার বিয়েরহফ ভিডিও কনফারেন্সে আরও বলেছেন, ‘আমি খুবই খুশি যে জাতীয় দল দ্রæত সিদ্ধান্ত নিয়ে জরুরি সহায়তা পাঠাচ্ছে। এভাবে আমরা একটা বার্তা পাঠাচ্ছি এবং সবাইকে জানিয়ে দিচ্ছি, আমরা সবাই এই লড়াইয়ে ঐক্যবদ্ধ এবং মানুষকে সাহায্য করতে চাই সবাই।’