করোনাভাইরাস শুধু প্রাণ নয়, কেড়ে নিচ্ছে মানুষের দৈনন্দিন আয়ের উৎসটিও। আয়ের পথ বন্ধ হওয়াতে ৪০০ স্টাফ ছাঁটাই করেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন। এদের মধ্যে রয়েছেন সুয়ারেজদের কোচ অস্কার তাবারেজও!
আর্থিক সঙ্কট মোকাবেলায় ফেডারেশনের ওপর ভারটা যেন কমে আসে, সে জন্যই এই পদক্ষেপ নিয়েছে তারা। অবশ্য তারা এও বলছে, এই পরিস্থিতিতে এমনটি করার মূল কারণ, ছাঁটাইকৃতরা যেন ‘বেকারত্ব বীমা’র আওতায় চলে আসেন। অবশ্য উরুগুয়ের সংবামদমাধ্যমগুলো জানাচ্ছে, পরিস্থিতি পরে ঠিক হয়ে যাবে।