করোনা আক্রান্ত অসহায়দের সাহায্যার্থে বাড়ি বিক্রি ওয়ার্নের

26

অস্ট্রেলিয়ান বুশ ফায়ারের সময় নিজের ‘ব্যাগি ক্যাপ’ নিলামে তুলে তার অর্থ দান করেছিলেন দাবানল ত্রাণ তহবিলে। এবার বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা নোভেল করোনাভাইরাসের আক্রান্তদের সাহায্যে এগিয়ে আসছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। এবার এই ভাইরাসের আক্রান্ত অসহায় দিন মজুরদের পাশে দাঁড়াচ্ছেন এই কিংবদন্তি ক্রিকেটার। আর এ কারণেই তিনি জানিয়েছেন মেলবোর্নে অবস্থিত তার বিলাসবহুল বাড়িটি বিক্রি করবেন। এবং সেই অর্থ প্রদান করবেন অসহায়দের জন্য। আগামি ৪ এপ্রিল তিনি বাড়িটি নিলামে তুলবেন। ওয়ার্নের মেলবোর্নের বিলাসবহুল বাড়িটির বর্তমান বাজার মূল্য ৭.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি মুদ্রা ৩৬ কোটি ১৪ লাখ ২৪ হাজার ১৮৭ টাকা ৩৮ পয়সা।
নভেল করোনাভাইরাসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ধর্মীয় উপাসনালয় কেন্দ্র, স্কুল, কলেজ, শপিং মল, মুভি, থিয়েটার, ব্যায়ামাগার ও পাঠাগারসহ প্রায় সবকিছু। আর এসব কারণেই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দিন মজুররা। তাদের মধ্যে আবার অনেকে এই ভাইরাসে আক্রান্ত। আর তাই তো এসব দিন মজুরদের পাশে দাঁড়াতেই শেন ওয়ার্নের এমন সিদ্ধান্ত। ওয়ার্ন আশা করছেন নিলামে তিনি বাড়িটি ৬০ থেকে ৭০ কোটি টাকায় বিক্রি করতে পারবেন।