পর্যালোচনার পর লাতিন আমেরিকার দেশ পেরুতে করোনাভাইরাস মহামারিতে মৃতের পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, মাথাপিছু হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হারের দেশ এখন পেরু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পর্যালোচনার পর সরকারি হিসেবে পেরুতে করোনায় মৃতের সংখ্যা ৬৯ হাজার ৩৪২ থেকে বেড়ে হয়েছে এক লাখ ৮০ হাজার। প্রধানমন্ত্রী ভায়োলেতা বারমুদেজ সাংবাদিকদের জানিয়েছেন, নিজ দেশের এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শদের মেনে মৃতের সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘নবায়নকৃত এই তথ্য প্রকাশ করা আমাদের দায়িত্ব বলে মনে করি।’
করোনা মহামারিতে লাতিন আমেরিকায় বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম পেরু। এতে মারাত্মক চাপে পড়ে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা আর দেখা দেয় মারাত্মক অক্সিজেন সংকট। পেরুর মেডিক্যাল ফেডারেশনের প্রেসিডেন্ট গোডোফ্রেডো তালাভেরা বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে যাওয়া বিস্ময়কর কিছু নয়। তিনি বলেন, ‘অক্সিজেন ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের শয্যা পেতে কোনও সরকারি সহায়তা পাওয়া যায়নি। এই মুহূর্তে আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিনও নেই। আর এইসব কারণে বিশ্বে মৃত্যুহার বেশির তালিকার প্রথম দেশ হয়েছি আমরা।’