করোনায় ইতালির জীববৈচিত্র্যে পরিবর্তন

45

ইতালিতে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে সেখানকার জীববৈচিত্র্যে খানিকটা পরিবর্তন দেখা যাচ্ছে। ইতালীয় উপকূল ও ভেনিস খাল থেকে দূরে চলে যাওয়া প্রাণীকুল আবার ফিরে আসতে শুরু করেছে সেখানে। করোনা পরিস্থিতিতে মূলত পর্যটক ও জাহাজের সংখ্যা কমে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে মনে করছেন, করোনার পরিস্থিতিতে মানুষ কোয়ারেন্টিনে থাকায় প্রকৃতি নিজের আসল রূপ ফিরে পেতে শুরু করেছে। চীনের পর করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর শীর্ষে অবস্থান ইতালির। গত বছরের শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি এ পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণ কেড়েছে আট হাজার ৯৮৮ জন মানুষের।
এদের বেশিরভাগই চীনের বাসিন্দা। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৭১৩ জন। এদের মধ্যে ২ হাজার ৯৭৮ জন প্রাণ হারিয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ৩ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান, জাদুঘর, থিয়েটার, সিনেমা, স্টেডিয়াম, কনসার্টসহ জনসমাগমের স্থানসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যান্য দেশের সঙ্গে বিচ্ছিন্ন করা হয়েছে যোগাযোগ। জলপথেও আরোপ করা হয়েছে নিয়ন্ত্রণ।