বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। ফলে প্রায় সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। শঙ্কা রয়েছে আসন্ন ইভেন্টগুলো নিয়েও। এমনই একটি হলো ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ। সিরিজটি আগামী ৪ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হওয়ার কথা। কিন্তু ইংল্যান্ডের অবস্থা এখন ভালো নয়।
করোনাভাইরাস ক্রমেই ছড়িয়ে পড়ছে দেশটিতে। আক্রান্তের সংখ্যা প্রায় দুই হাজার ছুঁয়েছে। মারা গেছে এখন পর্যন্ত ৭১ জন। এই অবস্থায় খুব সহসাই ইংল্যান্ডে ক্রিকেট ফিরবে, মনে হচ্ছে না। তবে ওয়েস্ট ইন্ডিজ আসন্ন সিরিজটি বাঁচাতে অন্যরকম এক প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। প্রস্তাবটি হলো, ইংল্যান্ডের সিরিজটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়ার। এই সংকটের মধ্যেও ক্রিকেট চালিয়ে যেতেই মূলত ক্যারিবীয় বোর্ডের বিকল্প প্রস্তাবনা।