করোনা ভাইরাসের তান্ডবে এলোমেলো হয়ে পড়েছে সবকিছু। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ। দেশে মোট ৩৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেল। তবে এমন অবস্থায় কিছু পেশা শ্রেণির মানুষের ঘুম নেই। দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তারা। বিশেষ করে চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবককর্মী, সেনাবাহিনী ও পুলিশের কাজ বেড়ে গেছে কয়েক গুণ। আর এই পেশার মানুষদের স্যালুট জানিয়েছেন সাকিব আল হাসান।