করোনার বলি ব্রিটিশ বক্সারের বাবা

15

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পেশাদার ব্রিটিশ বক্সার অ্যান্টনি ইয়ার্ডের পিতা।
রোববার নিজের ইন্সটাগ্রামে বেদনাদায়ক খবরটি নিশ্চিত করেন ২৮ বছর বয়সী ইয়ার্ড। সেই সঙ্গে তিনি লোকজনকে আহব্বান জানিয়েছেন, কোভিড-১৯ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য ঝুঁকি না নিয়ে ঘরে থাকতে। ইয়ার্ড জানান, কোনো প্রকার সাধারণ স্বাস্থ্য সমস্যা ছাড়াই তার পিতা মৃত্যুবরণ করেছেন। তিনি বলেন, ‘২৮ মার্চ আমার বাবা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং তিনি কোনো ধরণের স্বাস্থ্যগত সমস্যা ছাড়াই সুস্থ ছিলেন।’