বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে পাকিস্তানে একদিনেই দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এই দুইজনের মৃত্যুই দেশটিতে নতুন করোনাভাইরাসের সংক্রমণে প্রথম ও দ্বিতীয় মৃত্যুর ঘটনা। বুধবার রাতে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা এক টুইটে নভেল করোনাভাইরাসের সংক্রমণের সৃষ্ট রোগ কভিড-১৯ এ প্রথম একজনের মৃত্যুর খবর দিয়েছিলেন। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছিলেন তিনি।
টুইটে তিনি বলেন, “গভীর দুঃখের সঙ্গে আমি পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম কারও মৃত্যুর খবর দিচ্ছি। মারদান শহরের (খাইবার পাখতুনখোয়া) ৫০ বছর বয়সী ওই ব্যক্তি স¤প্রতি সৌদি আরব থেকে ফিরেছিলেন। তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল; তার দেহে কভিড-১৯ ধরা পড়েছিল।” এর দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে ওই খাইবার পাখতুনখোয়া থেকেই কভিড-১৯ আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর খবর আসে বলে জানিয়েছে ডন। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী তৈমুর সালীম জাগরা এক টুইটে বলেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে (এলআরএইচ) দ্বিতীয় আরেক রোগী, হাংগু জেলা থেকে আসা ৩৬ বছর বয়সী এক ব্যক্তিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।” মঙ্গলবার রাতে এই রোগীকে এলআরএইচ হাসপাতালে ভর্তি করার পর পরীক্ষায় তিনি কভিড-১৯ এ আক্রান্ত বলে নিশ্চিত হয়। এরপর বুধবার রাতে তার মৃত্যু হয় বলে হাসপাতালটির মুখপাত্র মোহাম্মদ আসিম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।