করোনাকালে ভুয়া খবর সত্যিই ভয়ংকর!

10

বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) সংকটের মধ্যে চারপাশেই বিস্তার করছে গুজব ও ভুয়া খবরের জাল। কোভিড-১৯ সেরে যাওয়ার ওমুক ওষুধ আবিষ্কার, ওমুক ওষুধ সেবনে করোনা ভাইরাস সংক্রমণ থেকে সেরে উঠলেন এক রোগী, চীনা বা আমেরিকান বা রুশ গবেষণাগারে পরীক্ষা করে তৈরি করা হয়েছে করোনা ভাইরাস, ক্রিস্টিয়ানো রোনালদো বা অন্য কোনো বিখ্যাত ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত ইত্যাদি ইত্যাদি সংবাদে ছেঁয়ে গেছে ইন্টারনেটের পর্দা।
মানুষ এতই সরল বা বোকা নয় যে কোনো সংবাদের তথ্য-উপাত্ত ও যথার্থতা পরীক্ষা না করেই সে সংবাদ ভার্চুয়াল জগতে প্রকাশ করবে। মানুষ স্বভাবতই কোনো সংবাদ গ্রহণে যাচাই-বাছাই করে।
সুতরাং অসতর্কতা নয়, বরং এক প্রকার ঠাট্টা-মশকরার জন্যই মানুষ এ ধরনের সংবাদ প্রচার করে। বাংলাদেশও এ ধরনের গুজব ও ভুয়া সংবাদের জাল থেকে মুক্ত নয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়, করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকার বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত এবং সব অফিস-আদালত এক মাসের জন্য ছুটি ঘোষণা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া এ সংবাদের পরিপ্রেক্ষিতে ২ এপ্রিল (বৃহস্পতিবার) প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকার এ সংবাদের প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করে।
ঠাট্টা-মশকরা করে প্রকাশ করা এ সংবাদে বিশ্বাস করে কোনো মানুষ যদি মিথ্যা আশায় তার সীমাবদ্ধ আয় অন্য জরুরি কাজে খরচ করে, তবে তার বাড়ি ভাড়া ও বিদ্যুৎ বিল দেওয়ার সময় প্রয়োজনীয় অর্থ পেতো না। ফলে হয়তোবা সংকটময় এ সময়ে তার ঘরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন অথবা বাড়ি ভাড়া দিতে না পেরে বাড়িওয়ালার সঙ্গে তিক্ততায় পরিণতিতে বাড়ি ছাড়তে হতো।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপর একটি সংবাদ প্রচার করা হচ্ছিল, সরকারি ত্রাণ শুধু সামরিক বাহিনীই বিতরণ করবে। এর পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল (গতকাল শুক্রবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকার এ সংবাদকে বানোয়াট সংবাদ হিসেবে জানায়।
ঠাট্টা-মশকরা করে প্রকাশ করা এ সংবাদগুলোও আরও ভয়াবহ হতে পারে। ক’দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছিল, মাছের ট্যাংকার পরিষ্কার করা এক ওষুধ সেবন করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে পারে। এ ওষুধে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা রাসায়নিক উপাদান ক্লোরোকুইন রয়েছে। ভার্চুয়াল জগতে কেউ কেউ একে করোনা প্রতিরোধে মহৌষধ হিসেবে প্রচার করে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে আমেরিকান এক ব্যক্তি তার স্ত্রীসহ ওষুধটি সেবন করে অসুস্থ হয়ে পড়েন। শেষে ওই ব্যক্তি মারা যান। খবর বাংলানিউজের