জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম ৯ এপ্রিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। এছাড়াও চট্টগ্রামের ডিআইজি প্রিজন, চট্টগ্রাম সেন্ট্রাল জেলের সিনিয়র জেল সুপার, জেল সুপার, জেলার, ডেপুটি জেলারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, তারপর সালামী শেষে গানে গানে স্বাগত জানিয়ে পরিদর্শন পর্ব শুরু হয়। একে একে বিভিন্ন মহিলা ওয়ার্ড ও পুরুষ কয়েদিদের নিয়মিত ও সলিটারি প্রিজনগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক। সেখানে তিনি কয়েদিদের খোঁজখবর নেন, তাদের সমস্যাগুলো শোনেন ও সিনিয়র জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেন।
শেষে জেল কর্তৃপক্ষকে নিয়ে এক সভায় জেলা প্রশাসক ফরিদা খানম চট্টগ্রাম কারাগারের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। কারাগারের জন্য জমি সংগ্রহ ও অন্যান্য উন্নয়নের ব্যাপারে আলোচনা হয়। সেখানে তিনি কারাগারের সমস্যা সমাধানের পাশাপাশি কয়েদীদের সাথে ভালো আচরণ করার নির্দেশনা দেন কারা কর্তৃপক্ষকে। এছাড়াও কয়েদীরা যেন তাদের আত্মীয়স্বজনের সাথে দেখা করতে পারে, তাদের ভালো স্বাস্থ্যসেবা দেওয়া হয়, সেই বিষয়গুলোর ওপর জোর দেন। যাদের সামর্থ্য নেই তাদের কিভাবে আইনী সুবিধা প্রদান করা যায়, সে ব্যাপারেও কথা বলেন। বিজ্ঞপ্তি