কম্প্রিহেন্সিভ হোল্ডিংস-কেএম এজেন্সি ভেটারেন ফুটবলে তারকার মেলা

35

চিটাগাং জানালিস্টস স্পোর্টস ক্লাব আয়োজিত কম্প্রিহেন্সিভ হোল্ডিংস-কেএম এজেন্সি ভেটার্ন (চল্লিশোর্ধ্ব) ফুটবল টুর্নামেন্টে শুভসূচনা করেছে আবদুল মালেক স্মৃতি ফুটবল ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম গ্রæপ লিগ ম্যাচে মালেক স্মৃতি ফুটবল ক্লাব ৩-১ গোলে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দলের শিমুল বড়–য়া ২টি ও হেলাল অন্য গোলটি করেন। পেনাল্টি থেকে হাটহাজারীর পক্ষে একটি গোল শোধ করেন মুজিব। ম্যাচসেরা শিমুলের হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর, চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন বুলু।
পটিয়া এটিএম মহিবুল্লাহ স্মৃতি সংসদ ও এলএসআরবিএমপি’র মধ্যকার দিনের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ও আকর্ষণীয় ম্যাচটিতে এলএসআরবিএমপি’র (আগ্রাবাদ) পক্ষে ফেরদৌস ও এটিএম মহিবুল্লাহ স্মৃতি সংসদের পক্ষে আনোয়ার গোল করেন। ম্যান অব দ্য ম্যাচ সাবেক জাতীয় ফুটবলার আসাদের হাতে পুরস্কার তুলে দেন কিংবদন্তী ফুটবলার আশীষ ভদ্র। এ ম্যাচে এলএসআরবিএমপি’র সাবেক জাতীয় তারকা মোমিনুল হক খসরু, আসাদ, মিন্টু এবং পটিয়ার পক্ষে আসকর বাবু অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
আজকের খেলা: চান্দগাঁও খেলোয়াড় সমিতি বনাম প্রভাত (২-৪৫টা) এবং মুক্তকণ্ঠ গ্রিন বনাম দেলোয়ার হোসেন ফাউন্ডেশন (৩-৪৫টা)।