চিটাগাং স্পোর্টস জানালিস্ট ক্লাব আয়োজিত কম্প্রিহেনসিভ হোল্ডিংস ভেটার্ন ফুটবল টুর্নামেন্ট আগামী ২ নভেম্বর এম এ আজিজ স্টেডিয়ামস্থ প্রশিক্ষণ মাঠে শুরু হবে। এতে ৮ দল দুই গ্রæপে প্রতিদ্ব›িদ্বতা করবে। উদ্বোধনী দিনে দুটি খেলার প্রথমে চান্দগাঁও খেলোয়াড় সমিতি-মুক্তকণ্ঠ গ্রিন (বিকেল ৩টা) এবং দেলোয়ার হোসেন ফাউন্ডেশন-আগ্রাবাদ প্রভাত ক্লাব (বিকলে ৪টা) অংশ নেবে। সিটি মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এ উপলক্ষে গতকাল সকালে এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত দলের প্রতিনিধি সভায় লটারি করে গ্রæপের সম্পন্ন করা হয়। ক্লাবের সভাপতি দেবাশীষ বড়–য়া দেবুর সভাপতিত্বে সভায় সহ সভাপতি এ জেড এম হায়দার, জাকির হোসেন লুলু এবং সাধারণ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী বক্তব্য রাখেন। ’ক’ গ্রæপে চান্দগাঁও খেলোয়াড় সমিতি, মুক্তকন্ঠ গ্রিন, দেলোয়ার হোসেন ফাউন্ডেশন ও প্রভাত ক্লাব এবং ’খ’ গ্রæপে আবদুল মালেক স্মৃতি এফসি, হাটহাজারী খেলোয়াড় সমিতি, পটিয়া মহিবুল্লাহ স্মৃতি সংসদ ও এলএসআরবিএমপি রয়েছে। গ্রæপ চ্যাম্পিয়ন ও রানার্স-আপরা সরাসরি সেমিফাইনালে খেলবে। ১ নভেম্বর পর্যন্ত যাদের বয়স ৪০ বা উর্ধ্ব শুধু তারাই খেলতে পারবেন। তবে টুর্নামেন্টে চট্টগ্রামের বাইরের কোন খেলোয়াড় অংশ নিতে পারবেন না। এছাড়া যারা কমপক্ষে গত ৫ বছর ধরে কোন লিগে অংশ নেয়া থেকে বিরত আছেন শুধু তারাই অংশগ্রহণের যোগ্যতা রাখেন। সুষ্ঠুভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার জন্য উপস্থিত ক্লাব প্রতিনিধিদের কাছে সার্বিক সহযোগিতা আশা করা হয়। সভায় প্রতিনিধি আবদুল হান্নান মিরণ, হেলালউদ্দিন, আনিসুর রহমান মিরাজ, জহিরউদ্দিন কুট্টি, শামীম আহমেদ, জিয়া, মোশাররফ হোসেন লিটন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি