চিটাগাং স্পোর্টস জানালিস্টস ক্লাব আয়োজিত কম্প্রিহেন্সিভ হোল্ডিংস ভেটার্ন (চল্লিশোর্ধ্ব) ফুটবল টুর্নামেন্ট আজ শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। বিকেল ৩টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিটি মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, স্পন্সর কম্প্রিহেন্সিভ হোল্ডিংস (চিটাগাং) লি. এর চেয়ারম্যান মোহাম্মদ মানিক বাবলু ও কো-স্পন্সর কে এম এজেন্সির স্বত্বাধিকারী মো. মসিউল আলম স্বপন।
এবারের টুর্নামেন্টে ৮ দল দুই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। উদ্বোধনী দিনে দুটি খেলার প্রথমে চান্দগাঁও খেলোয়াড় সমিতি-মুক্তকন্ঠ গ্রিন (বিকেল ৩টা) এবং দেলোয়ার হোসেন ফাউন্ডেশন-আগ্রাবাদ প্রভাত ক্লাব (বিকলে ৪টা) অংশ নেবে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য চিটাগাং স্পোর্টস জানালিস্টস ক্লাবের সভাপতি দেবাশীষ বড়ুয়া দেবু ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্ চৌধুরী অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি