কমিটি ঘোষণার একদিনের মাথায় ১০ নেতার পদত্যাগ

0

নিজস্ব প্রতিবেদক

নগরীর ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ৩১ সদস্যের কমিটি ঘোষণার একদিনের মাথায় পদত্যাগ করেছেন কমিটির ১০ সদস্য। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন তিনজন যুগ্ম আহব্বায়কও। গতকাল বুধবার বিকেলে ১০ নেতার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তারা সম্মিলিতভাবে পদত্যাগের ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার ৩১ সদস্যের ফিরিঙ্গীবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন করা হয়। কমিটি অনুমোদন করেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, সিনিয়র যুগ্ম আহব্বায়ক মো. ইমরান হোসেন ও সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল।
পদত্যাগ করা নেতারা হলেন যুগ্ম আহব্বায়ক শহীদুল আলম রনি, আকতার হোসেন, জাহেদ হাসান এবং সদস্য মো. কামরুল, মো. হারুন, সুমন মাঝি, মো. জামাল উদ্দিন, মো. বেলাল ও মো. রিপন।পদত্যাগকারীদের অভিযোগ, ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে নিষ্ক্রিয় ও সুবিধাবাদীদের দিয়ে কমিটি সাজানো হয়েছে। তারা বলেন, যাদের ব্যর্থতা ও অযোগ্যতার কারণে আগের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল, আবার তাদেরই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। যারা দুঃসময়ে দলে ছিল না, তারাই আজ পুরস্কৃত। অথচ দীর্ঘদিন নির্যাতিত, মামলার আসামি ও রাজপথের কর্মীদের কোনো মূল্যায়ন করা হয়নি। তারা আরও অভিযোগ করেন, ত্যাগীদের বঞ্চিত করে গঠিত এই কমিটি স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের প্রতারণা। আমরা চাই, এই অগ্রহণযোগ্য কমিটি বাতিল করে একটি নতুন গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ কমিটি অনুমোদন দেওয়া হোক।
কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নেতাদের এমন পদত্যাগে ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।