লোহাগাড়ার আমিরাবাদে ভ্রাম্যমাণ আদালত রাজমহল নামে এক কমিউনিটি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ। নিষেধ উপেক্ষা করে উক্ত কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠান আয়োজন করায় এ জরিমানা করা হয়। অভিযানের সময় কমিউনিটি সেন্টারের ম্যানেজার মো. আইযুব আলীকে আটক করা হয়। পরে জরিমানার ২০ হাজার টাকা প্রদান করলে তাকে ছেড়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মতে, গত ১৯ মার্চ থেকে কমিউনিটি সেন্টারগুলোতে কোন প্রকার সভা-সমাবেশ ও বিবাহসহ যে কোন অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়। কিন্তু অত্র কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ সেই আদেশ উপেক্ষা করে।