কমরুদ্দিন আহমদের ৬০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা

1

কবি ও গবেষক কমরুদ্দিন আহমদ এর ৬০ বছর পূর্তি উদযাপন হবে আগামী ২১ জুন। এ উপলক্ষে গত ১৪ এপ্রিল গলুই প্রকাশনের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রকাশনের কর্ণধার কাজী সাইফুল হকের সঞ্চালনায় উক্ত সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক কবি ও গবেষক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক আহŸায়ক, কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি সদস্য সচিব এবং পান্থজন জাহাঙ্গীরকে যুগ্ম সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে কবির জীবন, কর্ম ও শিল্প বিষয়ক একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ গৃহীত হয়। ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুকের সম্পাদনায় প্রকাশিতব্য এ গ্রন্থে আগ্রহীদের আগামী ২০ মে ২০২৫-এর মধ্যে লেখা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি