কবি শওকত হাফিজ খান রুশ্নির মৃত্যুবার্ষিকী আজ

1

বীর মুক্তিযোদ্ধা, কবি ও প্রাবন্ধিক শওকত হাফিজ খান রুশ্নির ৩২তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ জুমা মরহুমের রাউজানের কাগতিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে কবর জেয়ারত, খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘সমস্ত সাহস একত্রিত করে বলছি’ এবং ‘সাহসী ঠিকানার একাত্তর’ পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত। বিজ্ঞপ্তি