কবি নজরুল অপসংস্কৃতির বিরুদ্ধে সংগ্রাম করেছেন

6

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্যের কথা বলেছেন প্রতিটি স্তরে উল্লেখ করে বক্তারা বলেন, আদর্শ ভিত্তিক চেতনার উপর ভর করে কবি কাজী নজরুল ইসলাম মৌলিক কবিতা ও সাহিত্য চর্চা করে এদেশের তরুণ-যুব সমাজকে আত্মশুদ্ধি এবং সৎ চরিত্রের প্রত্যয়ে উদ্বুদ্ধ করেছিলেন। বক্তারা বলেন, কবির জীবন চলার পথ ছিল খুব কঠিন ও সংকটময়। একদিকে দারিদ্র, অন্যদিকে বর্ণচোরাদের আগ্রাসনকে তিনি মোকাবিলা করেছেন সাহসের সাথে। বক্তারা বলেন, অনিয়ম, অপকর্ম, দুনীর্তি ও অপসংস্কৃতি রোধ করতে পারলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আদর্শ বাস্তবায়ন সম্ভব হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৩০ আগস্ট শিরোনাম সাহিত্য আড্ডার আয়োজনে সংগঠনের সভাপতি কবি আশীষ সেন’র সভাপতিত্বে আবৃত্তিশিল্পী কবি সোমা মুৎসুদ্দীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ভানুরঞ্জন চক্রবর্ত্তী। প্রধান বক্তা ছিলেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক প্রদীপ খাস্তগীর, লেখক-গবেষক-সাংবাদিক জামাল উদ্দিন, নাট্যজন সজল কান্তি চৌধুরী। কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কবিতা পাঠ ও বক্তব্য রাখেন কবি সঞ্চয় কুমার দাশ, কবি মনজুর আলম, সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া, শিল্পী অচিন্ত্য কুমার দাশ টুনু, সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী, সাংবাদিক রোজী চৌধুরী, শিল্পী জয়া সরকার, কবি আসিফ ইকবাল, সাংবাদিক মীর বরকত হোসেন, শিল্পী রফিকুল আলম, দিলীপ সেন, রাফিকা আক্তার, আলমগীর চৌধুরী, সমীরন পাল প্রমুখ। বিজ্ঞপ্তি