কবির প্রেসিডেন্ট, আব্দুল্লাহ সেক্রেটারি আইআইবিএ’র কমিটি গঠন

1

মোহাম্মদ শাহাদাত কবিরকে প্রেসিডেন্ট এবং মোহাম্মদ আব্দুল্লাহকে সেক্রেটারি করে বিজনেস অ্যানালিস্টদের আন্তর্জাতিক সংগঠন দ্যা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিসের (আইআইবিএ) বাংলাদেশ চ্যাপ্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইআইবিএ বাংলাদেশ। রাজধানীর নিকুঞ্জের একটি হোটেলে সংগঠনের সাধারণ সভায় সদস্যদের ভোটে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন আইআইবিএ বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি কাজী সাইফুল হক। নতুন কমিটিতে উর্মী হীরা ভাইস প্রেসিডেন্ট (টেকনোলজি), কে এম রেফাউল হাসান ভাইস প্রেসিডেন্ট (ইভেন্ট প্ল্যানিং), কাজী মাহমুদুর রহমান ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন), সরকার মাহতাব মাসুদ ভাইস প্রেসিডেন্ট (প্রফেশনাল ডেভলপমেন্ট), খন্দকার তামির-উল ইসলাম ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং), এ বি এম তাজুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট (মেম্বারশিপ), ভাস্কর রঞ্জন সাহা ভাইস প্রেসিডেন্ট (স্পন্সরশিপ) পদে নির্বাচিত হয়েছেন। মেম্বার অ্যাট লার্জ পদে নির্বাচিত হয়েছেন মো. মাহাবুব আলম ও ফারুক আহমেদ। বিজনেস অ্যানালাইসিস ক্ষেত্রে উৎকর্ষ সাধনে নিয়োজিত দ্যা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিস (আইআইবিএ) হল বিশব্যাপী স্বীকৃত একটি অলাভজনক পেশাদারী সংগঠন। বিজ্ঞপ্তি