কবিতা পেজের আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

173

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের ইচ্ছে ঘুড়ি আর্ট ইশকুলে ফেসবুক ভিত্তিক বাংলা ভাষাভাষীদের কবিতার পেজ কবিতার উদ্যোগে “এই যে কবিতা বইবে আমার স্বাক্ষর” শিরনামে আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কবিতা আড্ডা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। অনলাইন ভিত্তিক এই প্রতিযোগিতায় বাংলাদেশ এবং ভারতের প্রায় শতোর্ধ্ব প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে প্রথম ও দ্বিতীয়স্থান অধিকার করেন কলকাতা থেকে সজল কুন্ডু এবং গার্গী পোদ্দার, যৌভাবে তৃতীয় স্থান অধিকার করেন বাংলাদেশের শারমিন মুস্তারী নাজু ও মাইমানা আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উক্ত প্রতিযোগিতার বিচারক চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক কবি জিন্নাহ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির অতীত সভাপতি সাকিফুল আলম। বিজ্ঞপ্তি