কবরস্থান দখল করে বহুতল ভবন নির্মাণ বন্ধে মানববন্ধন

55

নগরীর কাপাসগোলা এলাকায় পুরাতন কবরস্থান দখল করে ভবন নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর কাপাসগোলা মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহত্তর কাপাসগোলা মহল্লা কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে কাপাসগোলা মহল্লা কমিটির সহ সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও হাজী সেলিম রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন ফরহাদ, চকবাজার ওয়ার্ড যুবলীগ সভাপতি একরাম হোসেন, আবু আহম্মেদ, সিদ্দিকুল ইসলাম, কাপাসগোলা কবরস্থান রক্ষা কমিটির আহŸায়ক আইনুল হক, জামতলা মসজিদ কমিটির সভাপতি ফয়জুল করিম ও সাধারণ সম্পাদক আজিজুল হক মঞ্জু, মো. ইব্রাহীম, কবরস্থান রক্ষা কমিটির যুগ্ম আহŸায়ক সিদ্দিকুল ইসলাম, মুনজুর আলম, মুনছুর আলম, নুরুল হুদা বাচা, ইউসুফ শরীফ, আবু তৈয়ব, মোহাম্মদ সাইফুল, দিদারুল আলম, মো. আলাউদ্দিন, মোহাম্মদ রমজু, মোহাম্মদ তারেক সহ বৃহত্তর কাপাসগোলার পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটি, পূর্ব কাপাসগোলা মহল্লা কমিটি, দক্ষিণ কাপাসগোলা মহল্লা কমিটিসহ ৬টি মহল্লা কমিটির স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বহু বছরের পুরানো কবরের জায়গা দখলে নিয়ে বহুতল ভবন নির্মাণের পাঁয়তারা করছে একটি সিন্ডিকেট। অথচ আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি এখানে কবর রয়েছে। কবরের জায়গায় বহুতল ভবন নির্মাণের সাহস তারা কিভাবে করে সেটা ভেবেই আমরা অবাক হচ্ছি। অবিলম্বে কবরের জায়গা অবৈধ বহুতল ভবন নির্মাণ বন্ধের দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি