কনফারেন্স লিগের শেষ আটে চেলসি ম্যানইউ ও টটেনহাম

1

কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে চেলসি। বৃহস্পতিবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে এফসি কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়েছে তারা স্ট্যামফোর্ড ব্রিজে এই জয়ে ব্লুরা ৩-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বে।
এদিকে স্পেনে রিয়াল সোসিয়াদের সঙ্গে শেষ ষোলোর প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ব্রুনো ফের্নান্দেসের হ্যাটট্রিকে ৪-১ গোলে দ্বিতীয় লেগে জিতলো তারা। দারুণ এই জয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব। ম্যানইউ শেষ আটে লড়বে ফ্রেঞ্চ ক্লাব লিওঁকে, যারা ৪-০ গোলে হারিয়েছে স্টুয়া বুখারেস্টকে।
এদিকে আরেক ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহাম চমক দেখিয়েছে। প্রথম লেগে এজেড আলকামারের কাছে ১-০ গোলে হেরেও বৃহস্পতিবার ঘুরে দাঁড়ানো জয়ে কোয়ার্টার ফাইনালে তারা। উইলসন ওডোবার্টের জোড়া গোলে ৩-১ গোলে জিতেছে স্পাররা। ৩-২ গোলের অগ্রগামিতায় তারা শেষ আটে।
পরের পর্বে তাদের প্রতিপক্ষ আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট। এইদিনে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে অ্যাথলেটিক ক্লাব, লাজিও, বোদো/গ্লিমট ও রেঞ্জার্স।