কনফারেন্স লিগের শিরোপা জিতে চেলসির ইতিহাস

1

এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি রিয়াল বেতিস। সেই ব্যবধান লম্বা সময় ধরে রাখে তারা। কিন্তু শেষদিকে আর পারেনি। দ্রæত চার গোল দিয়ে ইতিহাস গড়ে চেলসি। প্রথমবারের মতো উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ জিতে তারা গড়ল অনন্য ইতিহাস। গতকাল রাতে পোল্যান্ডের ভ্রোৎসওয়াফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে বিধ্বস্ত করে চেলসি। এই জয়ে তিনটি প্রধান ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় (চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ) শিরোপা জয়ের কীর্তি গড়ল ইংলিশ ক্লাবটি।
চেলসির মিডফিল্ডার পালমার ম্যাচজুড়ে ছিলেন দুর্দান্ত। দুটি দারুণ অ্যাসিস্টের মাধ্যমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ম্যাচ শেষে তিনিই নির্বাচিত হন ‘ম্যান অব দ্য ম্যাচ’।
এই জয় শুধু শিরোপাই এনে দেয়নি চেলসিকে, বরং তাদের ইউরোপা লিগে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত করেছে। সা¤প্রতিক কঠিন সময় পেরিয়ে এই জয় চেলসির জন্য হতে পারে এক নতুন সূচনা।