পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষকে ঘিরে দেশব্যাপী কনকা ফ্রিজে চলছে বিশেষ নগদ ছাড়। ফ্রিজে ঈদের খুশি এবার হবে বেশি বেশি- এই অফারে ক্রেতাদের জন্য রয়েছে নগদ বিশ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড়। দেশের যেকোনো ইলেক্ট্রো মার্ট শোরুম, ডিসপ্লে সেন্টার, পার্টনার শোরুম ও ডিলারদের নিকট থেকে কনকা ফ্রিজ ক্রয় করলে পাচ্ছেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পাচ্ছেন নগদ বিশ হাজার টাকা পর্যন্ত ছাড়। এই ছাড়ের আওতায় ইতিমধ্যে বিশ হাজার টাকা নগদ ছাড় জিতে নিয়েছেন চট্টগ্রামের চকরিয়ার ফাঁসিয়াখালী গ্রামের মোহাম্মদ হেফাজ উদ্দিন, ঢাকার শাহজাদপুর সিটি ইলেকট্রনিক্স থেকে মোছাৎ শারমিন আক্তার, সাতক্ষীরার কলারোয়া মনির ইলেকট্রনিক্স থেকে মো. রেজাউল ইসলামসহ অনেকে। বিজ্ঞপ্তি