কনকর্ড টাওয়ার কল্যাণ সমিতির নতুন কমিটি

1

নগরীর চট্টেশ্বরী রোডের কনকর্ড টাওয়ার ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির ২০২৫-২০২৬ সালের কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গত ২ নভেম্বর সন্ধ্যায় আফতাব-কনকর্ড টাওয়ারের কমিউনিটি হলে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার আলোচনা ও নির্বাচনী অনুষ্ঠান শুরু হয়। কমিটিতে সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি মো. জাকির হোসেন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আশরাফ, অর্থ সম্পাদক মো. রফিক আহামদ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম। কার্যকরী সদস্যরা হলেন: রবিউল ইসলাম সিদ্দিকী, প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার, প্রকৌশলী অনুপম কুমার দে, মো. নজরুল কবির (দীপু), প্রকৌশলী মো. জাহিদুর রহমান, মো. মনিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মেহেরাব বিন জাফর, পলাশ দত্ত ও মোহাম্মদ জাবেদ। বিজ্ঞপ্তি