রাউজানের কদলপুর ভট্টাচার্য্য পাড়ার কদলপুর পল্লী উন্নয়ন সমিতির নতুন কার্যকরি কমিটি গঠনকল্পে এক সভা গত সোমবার বিকেলে বিশিষ্ট ব্যবসায়ী তুষার ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট চট্টেশ্বর ভট্টাচার্য্য এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভুপাল ভট্টাচার্য্য, সাবেক ইউপি সদস্য সুভাষ ভট্টাচার্য্য, সমিত ভট্টাচার্য্য, রতন ভট্টাচার্য্য, উত্থান ভট্টাচার্য্য, পংকজ ভট্টাচার্য্য, টিকলু ভট্টাচার্য্য, চন্দ্রাশীষ ভট্টাচার্য্য, বাবলু ভট্টাচার্য্য প্রমুখ।
সভায় সর্ব্ব সম্মতিক্রমে তুষার ভট্টাচার্য্যকে সভাপতি, পংকজ ভট্টাচার্য্যকে সাধারণ সম্পাদক ও এডভোকেট চট্টেশ্বর ভট্টাচার্য্যকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন কার্যকরি সভাপতি সুভাষ ভট্টাচার্য্য, সহ-সভাপতি নিরুপম ভট্টাচার্য্য, যুগ্ম সম্পাদক বিশ্বজিত ভট্টাচার্য্য, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী দেবাশীষ ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক ডা. সাধন ভট্টাচার্য্য, দপ্তর সম্পাদক সুকান্ত ভট্টাচার্য্য, সদস্য সুজিত ভট্টাচার্য্য, সদস্য সঞ্জয় ভট্টাচার্য্য।