সুলতানুল আউলিয়া হযরত শাহসূফি ছৈয়দ খাজা আশরাফ শাহ বলখী (রহ.) ও তাঁর খলীফা খাজা শাহসূফি ছৈয়দ হযরত আবু শাহ (রহ.) এর ২১৯তম বার্ষিক ওরশ শরীফ ও মুহিব্বীন ভ্রাতৃ-সম্মেলন ২৩ ফেব্রæয়ারি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের কদলপুর শাহে আশরাফিয়া দরবার শরীফের খাজা আশরাফিয়া তৈয়বিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে আছে- খতমে কোরআন শরীফ, খতমে খাজেগান শরীফ, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, তবরুক বিতরণ ও মোনাজাত। ওরশ শরীফে সকল ভক্ত-আশেকানদের উপস্থিত থাকার জন্য সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা আবু তৈয়ব শাহ আশরাফী (ম জি আ) অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি