কথা ৭১’র ফেনী জেলা কমিটির উদ্যোগে ফেনী ও পাশ্ববর্তী জেলার প্রায় ৫০০ প্রতিযোগীর অংশগ্রহণে আন্তঃজেলা সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান স¤প্রতি ফেনী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্পন্ন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফেনী জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়াইজ। প্রধান বক্তা ছিলেন সমাজসেবী তাপস কুমার সিংহ। মুখ্য আলোচক ছিলেন উপদেষ্টা স্নিগ্ধা আচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্য রতন দেবনাথ। এতে সভাপতিত্ব করেন কথা ৭১ এর সভাপতি সজল কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতার আহবায়ক আহব্বায়ক পিনুশ্রী বণিক। সূচনা বক্তব্য রাখেন সদস্য সচিব রিপন কুমার পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিতা পান্থ, সোমা সরকার ও শিলা দাশ। বিজ্ঞপ্তি