কক্সবাজার সৈকত থেকে যুবকের মরদেহ উদ্ধার

4

পূর্বদেশ ডেস্ক

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে মোহাম্মদ সেলিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সৈকতের সী-গাল পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ সেলিম উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বাসিন্দা। দুদিন আগে উখিয়ার রেজুখালের মোহনায় মাছ শিকার করার সময় পানিতে ভেসে গিয়ে নিখোঁজ ছিলেন তিনি। গতকাল সোমবার দুপুরে সি-গাল পয়েন্টে মরদেহ ভেসে উঠলে স্থানীয় বিচকর্মী ও ফটোগ্রাফারদের সহায়তায় সেটি উদ্ধার করে পুলিশ। খবর বিডিনিউজের।
সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি লাইফ গার্ড কর্মী জয়নাল আবেদীন জানান, জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসেছিল। তবে আইনি জটিলতার কারণে প্রথমে উদ্ধার না করা হলেও পরে ফটোগ্রাফার ও কিছু পর্যটক মিলে মরদেহটি উদ্ধার করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি স্বজনদের বরাত দিয়ে জানান, দুদিন আগে নিহত সেলিমসহ চার ভায়রা একসঙ্গে শখের বশে রেজুখালে মাছ শিকারে যান। সে সময় ¯্রােতের টানে সেলিম তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার মরদেহ পাওয়া যায়নি। পরে ফেসবুকে ছবি দেখে মরদেহটি শনাক্ত করেন স্বজনরা। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।