ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার সিটি কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এসএম আকতার উদ্দীন চৌধুরী। তিনি এ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগি অধ্যাপক। কলেজ অধ্যক্ষ প্রফেসর ক্য থিং অং তার চাকরির বয়স শেষ হওয়ায় অবসর গ্রহণ করছেন।
কলেজ সূত্র জানিয়েছে, কলেজের গভর্নিং বডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলির ধারায় জ্যেষ্ঠতা সাপেক্ষে আবেদন করায় ৫ জনের প্যানেল থেকে এডহক কমিটির মিটিংয়ে সরাসরি ভোটের মাধ্যমে এসএম আকতার উদ্দীন চৌধুরীকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়।