কক্সবাজার সমিতিতে অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরীর স্মরণসভা

1

কক্সবাজার সমিতি চট্টগ্রামের মরহুম সভাপতি ও ওমর গনি এমইএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরীর স্মরণসভা সমিতি প্রাঙ্গণে ১২ ফেব্রæয়ারি সন্ধ্যা ৭টায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ জে এম গিয়াসুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমিতির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ আয়াজ উদ্দিনের কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স অতিথি হিসেবে স্মৃতিচারণ করে বক্তব্য দেন মরহুমের অতীত কর্মস্থল ওমরগনি এমইএস কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ, বর্তমান অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলম, উপাধ্যক্ষ মো. রেজাউল করিম সিদ্দিকী, মরহুমের ছোট ভাই অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল স্কুলের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারী ও আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, জয়েন্ট সেক্রেটারী প্রফেসর ড. আবুল আলা মোহাম্মদ হোসামুদ্দিন, কক্সবাজার সমিতি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক দিদারুল আলম, অর্থ সম্পাদক ইয়াসিন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ক্রীড়া সম্পাদক আব্দুল বাসেত খান, কার্যকরী পরিষদ সদস্য ও ইত্তেহাদ বাংলাদেশের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ প্রমূখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক বোরহানুদ্দিন মোহাম্মদ আবু আহসান। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম সোহাইল।
উপস্থিত ছিলেন মরহুমের সন্তান আজমাইন বিন তাহসিন, ছোট ভাই রেজাউল করিম চৌধুরী, অধ্যাপক আ ন ম ইব্রাহিম চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক ওবাইদুল হক মনি, কার্যকরী পরিষদ সদস্য আবু তৈয়ব চৌধুরী, নাসির উদ্দিন, আতিকুল ইসলাম সহ সমিতির জীবন সদস্যরা। বক্তারা মরহুমের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এর আগে সমিতি কার্যালয় মরহুমের মাগফেরাত কামনায় খতমে কোরআন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি