সেলিম উদ্দীন, ঈদগাঁও
সারাদেশে চিকিৎসকরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিলেও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা অব্যাহত ছিল। শুধুমাত্র ইন্টার্ণ চিকিৎসকরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতি পালন করে। তবে সন্ধ্যার পর কর্মসূচি প্রত্যাহার হলে তারাও কাজে যোগ দেন। কর্মবিরতি চলাকালে জরুরি বিভাগসহ সকল বিভাগে চিকিৎসা সেবা অব্যাহত ছিল। তবে ইন্টাণ চিকিৎসকেরা কাজ না করায় কিছুটা প্রভাব পড়েছিল সেবাকাজে।
গতকাল রবিবার দুপুর দুইটা থেকে সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া চিকিৎসা সেবা চলমান রয়েছে বেসরকারি হাসপাতালগুলোতেও।
কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মং টিং ঞো জানিয়েছেন, কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা সেবা চলমান ছিল। আমরা যেহেতু সরকারি চাকরি করি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতে হবে। আমাদের জরুরি বিভাগ থেকে অন্যান্য সকল বিভাগে চিকিৎসা সেবা চলমান ছিল।
তবে ইন্টার্ণ চিকিৎসকরা জানিয়েছেন, সারাদেশের সিদ্ধান্তের সাথে তারাও কর্মবিরতি পালন করেছেন। দুপুর দুইটা থেকে তারা কর্মবিরতিতে ছিলেন।