ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার জেলার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘কক্সবাজার-রামু-ইদগাঁও ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়’র সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তামিম আহসান ও মোর্রশেদুল ইসলাম। মঙ্গলবার (১৫ এপ্রিল) সদ্য সাবেক সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক ইদমোল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আগামী এক বছরের জন্য দুজনের নাম অনুমোদন করা হয়।
সদ্য মনোনীত সভাপতি তামিম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে। সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম একই বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগে সম্মান চতুর্থ বর্ষে পড়ছেন। তার বাড়ি সদর উপজেলার চাঁদের পাড়া এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার-রামু-ঈদগাঁও উপজেলার শিক্ষার্থীদের নিয়ে সমন্বিত ভাবে কাজ করা হবে বলে জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।