নিজস্ব প্রতিবেদক
সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও জেলা সদর এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত-১২) খোন্দকার মাহমুদুল হাসান। এসময় বিভিন্ন অপরাধে ২৩টি যানবাহনের বিরুদ্ধে ২৩টি মামলায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, রেজিস্ট্রেশনবিহীন থ্রি-হুইলার, সেন্টমার্টিন ওয়ান, সৌদিয়া পরিবহন,রয়েল কোচ, মারসা পরিবহন, সেতুতি ট্রাভেলস্, লন্ডন এক্সপ্রেস এবং অন্যান্য পরিবহনক বিভিন্ন ধারার অপরাধে জরিমানা করা হয়েছে।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান পূর্বদেশকে বলেন, সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা কমাতে আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমসহ কক্সবাজার সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে সহযোগিতা করে কক্সবাজার জেলা পুলিশ।