কক্সবাজারে সম্পন্ন হলো চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপের (সিআইএমজি) দুইদিনব্যাপী বার্ষিক মিলনমেলা। ৩১ অক্টোবর রাতে পর্যটন নগরীর একটি হোটেলে সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এ মিলনমেলা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায় সাফল্যের জন্য অর্থের প্রয়োজন থাকলেও সততা ও নিষ্ঠাই হলো প্রকৃত মূলধন। শ্রম ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করলে অর্থ কখনো বাধা হয়ে দাঁড়ায় না।
চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে এবং মহাসচিব শেখ মোহাম্মদ সরওয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. সাইফুদ্দীন শাহীন। বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী, ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর খুরশিদ আলম, সুং সিং সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার এবিএম ইফতেখারুল আলম সিদ্দিকী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুল হান্নান, এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার প্রসূন কুমার দাস, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ডিভিশনাল হেড মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, আবুল খায়ের স্টিল ম্যানেজার মোহাম্মদ সেলিম উদ্দিন, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মিরাজুর রহমান,প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ডিজিএম বেলালুর রহমান, জিপিএস ইস্পাতের সিনিয়র ম্যানেজার মো. মফিজুল ইসলাম বাচ্চু, বায়েজিদ স্টিলের ম্যানেজার মো. আলমগীর আলম, রয়েল সিমেন্টের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ফাহাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম তালুকদার, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, শেখ মোহাম্মদ মনছুর, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আজিজ উদ্দিন, যুগ্ম মহাসচিব এম জাহাঙ্গীর কবির চৌধুরী জিকু, মো. জাহাঙ্গীর আলম, অর্থ সচিব হাজী আলী আকবর, সাংগঠনিক সম্পাদক আলী আজগর রনি, ব্যবসায়ী সম্পাদক মাকসুদ আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ নাজের, ধর্মীয় সম্পাদক হাজী মো. নাসির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মুরাদ, মোহাম্মদ মফিজ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ আলী আয়মান আজগরি, সাইফুদ্দিন মোহাম্মদ সুমন, মোহাম্মদ বদরুল হাসান ছোটন, আরাফাত বিন ইব্রাহিম, আব্দুল্লাহ আল নওশাদ এবং ওকার উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ। শেষে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক পরিবেশনা। বিজ্ঞপ্তি











